কবিতায় বলরুমে নিবিড় সাহা

হিপনোটাইস
আজ সারাদিন হলুদ পাখির হদিস নেই
কয়েক পশলা বৃষ্টি হলো ভোর থেকেই
কে জানে সে ভিজলো কি সেই বৃষ্টিতে
ভেজা বাসা একলা আছে গাছটি তে
পাখির কাছে খবর দেবে কোন জনা
জানলে তো আর মেঘের কাছে ঠকতো না
এখান থেকে অনেক দূরে কোন পাড়ায়
জানালাতে কেউ রোদের দিকে হাত বাড়ায়
জানালা জুড়ে হলুদ পাখির সাত কাহন
সুখ ভাবো যা আসলে তা সম্মোহন