T3 || কবিতা দিবস || বিশেষ সংখ্যায় নূপুর রায় রিনঝিন

কবিতার জন্য
কবিতার জন্য একটি দিন
থাক একুশে মার্চ স্বীকৃত।
যাপনে থাক কবিতারা
অর্থ ক’রোনা বিকৃত!
চর্চা চলুক আপন ভাষায়
সাথে থাকুক একটা বার্তা
সাজছে না হয় ফেবুর পাতায়
বন্ধ করোনা তাঁর চর্চা।
পড়ছে ক’জন লিখছে ক’জন
দরকার নেই ভাই হিসাবের
সমালোচনা চলতে থাক
কলমে লেখা আবেগের।
পাঠ হোক বা রচনা চলুক
উৎসাহ পাক প্রকাশনা
সংস্কৃতির জনপ্রিয়তা
এটা আগামীর ঘোষণা।
হোক না হয় ভাষা আঞ্চলিক
রাষ্ট্রীয় কিংবা জাতীয়
স্বীকৃতি পাক কবিতারা
এটাই আগামীর পাথেয়।