কবিতায় নূপুর রায় রিনঝিন

ভালোবাসা
আমাদের শহরে তে উঁচু উঁচু বাড়ি
থাকে সব পাশাপাশি ভাব আহামরি!
পাশে আছে খালি জমি মস্ত দেওয়াল
তারমাঝে বাস করে কুকুরের পাল।
আছে কয় ছানাপোনা গুটিকয় তিন
ভালোবাসে খায় দায় বেশ কাটে দিন।
ছানারাও দিনে দিনে বেড়ে ওঠে বেশ
মন সুখে দিন কাটে নেই মনে ক্লেশ।
বিপদের এক শেষ পাশে বড়ো নালা
দিন রাতে কুপোকাত বেড়ে গেছে জ্বালা।
রাত দিনে নালা থেকে তুলে দিতে হয়
দিন কাটে হেলে দুলে রাতে ভারী ভয়।
গতরাতে দুইবার নালা থেকে তুলে
স্নান করে গায়ে ব্যথা ভালোবাসা ভুলে!