মেহেফিল -এ- শায়রে নুসরাত রীপা

অনুকবিতা
(১)
তুমি এমন কেন?
শব্দে ফোটাও ফুল মৃত
বাগানে
বুঝে যাও বোবা গাছের
গান
অথচ বোঝো না
ব্যথাহত প্রাণ
(২)
কবিও বোঝে না প্রেম
অথচ কবিতা লেখে
লিখে যায় মানুষ ও প্রকৃতির হৃদয়-
অথচ খুব কম কবিই
সত্যিকার প্রেমিক হয়
(৩)
পাতা ঝরে গেলে
মানুষেরই মতো
তাকে ধ্বংস করা হয়
নির্বিকার ভাবে
মানুষ কি বেঁচে থাকে
পাতার স্বভাবে?