প্রবাসী ছন্দে নাসিমা রুবি (বাংলাদেশ)

পথের পাঁচালি
ভালো থাক্ যতো পথের শিশুরা
ভালো থাক্ এতিম অসহায়,
ভালো থাক্ কচি মুখগুলো সব
ভালো থাক্ মায়ার আঙিনায়।
পৃথিবীটা হোক তোদের জন্য
মায়ের আঁচল মমতায়,
হাসিগুলো থাক চির অমলিন
হাসুক ধরণী সমতায়।
তোদের -ই কচি কাঁচা হাত মুখ
তার চেয়ে দামী কিছুই নাই,
তোদের সেবাই বড় ইবাদত
এরচেয়ে বড় কিছুই নাই।