হারাতে হারাতে নিঃস্ব পুরানো বাড়ির দেয়ালে
অযাতিত জেগে ওঠে অশত্থের চারা, চোখে জীবনের স্বপ্ন জড়িয়ে ধরে বাঁচতে চায়
সে কথা ভাবে না কেউ, নতুন দালান হবে, পুরানা বাড়ি ভেঙে ফেলে নির্দ্বিধায়।
হয়ত এমনই হয়
কারো কারো বুকে লুকিয়ে থাকে এক একটা আস্ত বিসুভিয়াস
কেউ দেখেনা সেই অগ্নুৎপাত, সেই লাভার প্রস্রবণ
কেউ বোঝেই না শব্দে শব্দে গাঁথা কবিতার নীরব চরণে
মিশে থাকে হাহাকার ভরা দিন রাত
কলরব,কলতান, হাসির তুমুল ধারার অন্তরালে চলে কত হৃদয়ের রক্তক্ষরণ—