ক্যাফে হইচই কাব্যে নূপুর রায় (রিনঝিন)

কবিতার কচকচানি
কবিতা তো সবাই লেখে, ছন্দ মাত্রায় লেখে?
কবি আর কবিতা ছড়া কত মাত্রা দেখে?
স্বরবৃত্ত আট ছয় মাত্রা কিংবা চার চার চার দুই
এইটি হলো স্বরবৃত্তে বলতে পারছি তা কৈ?
ছন্দ মাত্রায় কবিতা নয় লেখা মনের কথা
হিসেব করে মাত্রা গুনে ধরছে কবির মাথা!
কাব্যি কথা সৃজন করে কবির খাতা ভরে
ছন্দ মাত্রা কচকচানি বাঁকা দৃষ্টি পরে।
আমি ওসব হিসেব করে কাব্যি লেখি নাকি!
মাথার ভিতর কিলবিলে সব কত্ত কিছু বাকি।
ভরতে হবে খাতার পাতা না থাক ছন্দ মাত্রা
ব্রাত্য করে রাখুক দেখি চড়াবো শেষ যাত্রা!
একটা শব্দ তিনটি ছন্দে মাত্রা পাবে ভিন্ন
স্বরবৃত্তে শব্দ কথার মাত্রা দুই তার জন্য ।
মাত্রাবৃত্তে শব্দ পাবে তিন মাত্রার মুকুট
অক্ষরবৃত্তে ধীর লয়ে দুই মাত্রাটাই জুটুক।
কবির কথায় ছন্দ মাত্রা শেখা নয় তো শক্ত
দেখতে হবে আছে নাকি শিক্ষানবিশ ভক্ত ।