কবিতায় নূপুর রায় (রিনঝিন)

আঁধার
হৃদয়জুড়ে মনযুদ্ধ
কোনটা ঠিক কোনটা ভুল
ও মেয়ে তোর ভাবনা কেন?
মিছেই কেন ভেবে আকুল!
যার ও মাথা ব্যথাও তার
শুধুই কেন ভেবে মরিস
পথের দিশা দেখান যিনি
তাঁর সাথেও ছলা করিস!
কালি কলমে আঁচড় কেটে
সাজায় ঘুঁটি দাবার চালে?
নিজের তাজ মাথায় রেখে
অপরকেই বিঁধছ ফালে?
শিরদাঁড়াটা রাখ না সোজা
সাদা কালোয় চোখটি বুজে
বিক্রি কেন করিস বিবেক
রাখিস কারো পায়ে গুঁজে।