কবিতায় বলরুমে নবপর্না

গান ই আমার প্রান গান ই আমার সাধনা
গান ই আমার প্রাণ, গান ই আমার স্বাধনা
কেউ তো তা বুঝলনা ?
কি যে কষ্ট, কি যে যন্ত্রনা,
কারে তা বোঝাই?
ভেবেছিলাম তুমি তা বুঝবে,
তুমি তো বুঝলে না, কেউই তা বুঝলো না।
তুমি তো বলেছিলে, তুমি তো বোঝো আমায়,
ভীষন ভালোভাবে বোঝো আমায়।
তা ছিল আমার বড়ই ভ্রান্ত ধারনা,
হ্রৃদয়ের গভীর অন্তর এ।
বুঝেছ কি কখনো কারে কয় সঙ্গীত?
থাক, তুমি যে তার কিছুই বোঝানো,
সে এক গভীর ভালোবাসা অন্তরাত্মার প্রতি ।
যারে সবাই বলে ভগবান, আমি যে বলি তা
আমার গভীর অন্তরের এক অপার্থিব এক সুক্ষ
অনুভূতি।
সবাই বলে ভগবান, আমি বলি
এযে আমার অন্তরের গভীরতম ভালোবাসা ।
সে তুমি বুঝবে না প্রিয়ে,
সে তো তোমার দূর্ভ্যাগ্য,
ভালোবাসা কারে কয় ?
সে কি তুমি বোঝো?
চেষ্টা কি করেছ কখনো তাকে খুঁজে পাওয়ার
ভালোবাসা হয় জন্ম জন্মান্তরে বাঁধন।
তারে তো কেউ কেরে নিতে পারে না।
তারে তো কেউ ভেঙে দিতে পারেনা ।
তাই তো বলি প্রিয়ে
“গানই আমার প্রাণ, গানই আমার স্বধনা” ।
তা তো তুমি বুঝবে না।