কাব্যানুশীলনে নবপর্না

আমার গ্ৰাম
আমার প্রাণ, আমার গ্ৰাম
ভালবাসার আরেক নাম,আমার বগুলা
ছোট্ট একটি নদী,নামটি তার নাম না জানা ।
শীতল ছায়া বট বৃক্ষের মনটি ওঠে নেচে
শষ্যশ্যামলা ধানের শীশ হাওয়ায় ওঠে যে মেতে।
রাঙ্গা মাটির পথটি দিয়ে যাচ্ছে কত ছোট্ট মেয়ে
সঙ্গে তাদের বাছুর ছানা,উঠছে মনটি গান গেয়ে।
হাঠ বসেছে নদীর ধারে,বাউলরা সব গান ধরেছে
হড়েক রকম জিনিস নিয়ে কলশি,হাঁড়ি সব সাজিয়ে।
পাঁপড় ভাজা জিলিপি খেতেই বড় মজা
হড়েক রকম সাধের আঁচার দোকান পুরো ভরা।
মাটির হাঁড়ি কলশি দিয়ে দোকান সবই ভরা
হড়েক রকম খেলনা পাতি পুতুল, হাতি, ঘোড়া।
কানের দুল,হাতের চুড়ি হড়েক রকম সাজের জিনিস
মন ভোলানো রঙ্গ বেরঙের শাড়ী, গয়না বেলোয়ারি।
বটের ছায়ায় খানিক বসে মন চলে যায় দূর গগনে
এই আমার জন্মভূমি,তারে যেন না ভুলিনে ।