কবিতায় বলরুমে নবপর্ণা

যুদ্ধ করে কি পেলে??
যুদ্ধ যুদ্ধ যুদ্ধ
বেজেছে দামামা রনদুন্দুভী রনহুঙ্কার
মরছে প্রান, নিবছে জীবনের জ্যোতি
হাহাকার চারিদিকে,জ্বলছে আগুন
উঠছে লেলিহান শিখা মানুষের লোভের বহ্নিশিখা।
ভাসছে বাতাসে পোড়া মাংসের গন্ধ
তবু চলে মানুষে মানুষে জিঘাংসা আর দন্দ্ব।
এরপর মানুষ তুমি দেখাবে তুমিই জগতের শ্রেষ্ঠ
প্রেক্ষাপন করবে জগতের ওপর পরমাণু অস্ত্র।
তোমরা তো শুরু করলে যুদ্ধ জানো কি ?
খবর কি রাখো ?না খেতে পাওয়া মানুষের হৃদয়ের কষ্ট?
মানুষ তোমরা হলে জীব জাতের কলঙ্ক
তাই আর বলোনা যে তোমরা জীব শ্রেষ্ঠ।
তাই বন্ধ করো এই সর্বনাশা যুদ্ধ
থাকতে দাও সবাই কে সুস্থ আর ভালো।
হিরোশিমা নাগাসাকি র কথা কি ভুলে গেছ সবাই
আজো তার সর্বনাশার দাগ বইছে পুরো দেশ আর রাষ্ট্র। ।