সাতে পাঁচে কবিতায় নাসির ওয়াদেন

যৌবনের দুরন্ত ঘোড়ার পিঠে উড়ি
কথা দিয়েছিলে তুমি আসবে শরতের শেষে
আশ্বিনের মাঝামাঝি দেখা হবে তোমার আমার
অথচ নির্মম সভ্যতার চাপে তুমি ভিনদেশে
আমার পাখি ডেকে ডেকে আনে উষার পাহাড়
এ পাহাড়ে মন আছে যত বেশি আছে স্মৃতি
পাথরে পাথরে আছে লেখা ফুলেদের নাম
নেশার ঝোঁকে দু’চারটি ফুল তুলেছিলে,ভীমরতি
পেয়েছিল তাই দেখি এর শেষ পরিণাম
যৌবনের দুরন্ত ঘোড়ার পিঠে উড়ি ধ্বস্ত আকাশে
বৃষ্টি হবে না জানি তবু বেঁচে আছি সেই বৃষ্টির আশে।