ক্যাফে কাব্যে নাসির ওয়াদেন

ভাঙনখেলা

অন্ধকার-জলের মধ্যে থেকে দাঁড়িয়ে একটু বলো,
বাতাসের ফুঁটো দেওয়ালে কীসের বিম্ব আঁকা?

যে অস্ত্রের উপর দিয়ে হেঁটে যায় সম্প্রীতির ইচ্ছেগুলো
তাদের প্রত্যেকের নামে একটা করে মিথ্যে মামলা
জড়িয়ে রাখা

মায়া-চাদরে আমার বিশ্বাস কোটি কোটি বছরের দুঃখ কষ্ট
ভাগাভাগি করে বেঁচে ওঠার স্বপ্নও হার মানছে, মন ভারাক্রান্ত, রুষ্ট

এটা চমকপ্রদ কিছু একটা হতে পারত যদি সংযমী হতে
আসলে সত্যের বিভিন্ন স্তরে কতকগুলো ইঁট পাথরকে জড়াতে

যা দেখি তা অসত্য আলোর বিনিময়ে অর্জিত সুখানুভূতি
সত্য-মিথ্যা, মিথ্যা-সত্য বাচালধর্মী মাকাল ফল সদৃশ্য স্মৃতি

সংসার দিয়েই চেনা সহজ পৌরুষ আর ভালবাসা বলে কাকে
মিতব্যয়ী গণতন্ত্র কতদিন টিকিয়ে রাখবে সোনার পাথর বাটিকে

হাতে-শ্রম, আইনে-বিশ্বাস, কেউ মানতে পারে নাও পারে
অন্ধকারে একটুকরো আলোই আনতে পারো পথিক, পথে প্রান্তরে

পথ সব একজায়গায় মিলিত হলে আর উৎস্য খোঁজে নাই
তরুণ,পথ হারিয়েছ, সেই পথ খুঁজে নিও তোমরাই।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।