সাতে পাঁচে কবিতায় নাসির ওয়াদেন

এগিয়ে যাচ্ছি
শূন্যপথ খুঁজছি, এগিয়ে যাচ্ছি
কোনদিকে, কোন আলস্যের রোশনিতে
ভেবে দেখিনি কোনদিন তা
কেন যাচ্ছি সামনের দিকে
পিছনের দিকে কেন নয় ?
শান্তি কিনতে গিয়েই খেলাম হোঁচট
হাওয়ার দরজায় খিল এঁটে
এগিয়ে যাব বৃদ্ধ ঈশ্বরের দিকে
ঈশ্বর বলে তো কিছু হয় ?
কবি নিরাকার, বায়বীয়
তুমিই ঈশ্বর , ঈশ্বর কবিরাই
যণ্ত্রণার মন্ত্রধ্বনি,মহাযোগে হবে মহান
এগিয়েই যাচ্ছি অনন্তের মহাশূন্যে —