সাতে পাঁচে কবিতায় নাসির ওয়াদেন

অপেক্ষা অনন্ত হলে দীর্ঘশ্বাস বাড়ে
অপেক্ষা অনন্ত হলে দীর্ঘশ্বাসটুকু বাড়ে
নিমগ্ন সন্ধ্যার আলো মৃদু বাতাস মলিন ধৈর্য্য
পরপর সাজানো ডালিভরা অমোহ প্রেম
হৃদয়ের অ্যাকোরিয়ামে ভেসে ভেসে ওঠে
কত শব্দের মায়াজাল বুনি স্বপ্নের হাতছানি
উড়ে আসে নিভৃতে আমার শয়নকক্ষে
তুমি তখন ব্যস্ত শহরের কাজে, মা রান্নায়
বিছানার উপান্তে বসে বসে কলম চালায়
এভাবে আমার সংবহন রক্তের নদীর খেয়াঘাট
ঘুম ভাঙা নৌকোর ডানা মেলে কার্ণিশে, সময় কঠিন
বিছানার উপর লাল টুকটুকে চাদর বিছানো
অপেক্ষা দীর্ঘ, কাটে না রাত্রি, ঘুম জড়ানো খাট।