তোমাকে নাম ধরে ডাকতে চাইলে –
একবার শুকনো বালুচরে হেটে যেতে যেতে
বললে,
এই পথ ব্যবহৃত নদী ছিল একদিন
যেমন ছিল আমাদের শুরুর দিনগুলো।
আর এখন সে প্রথাগত দীর্ঘস্থায়ী ভূমি
আমাদের পরিবারের মতই পরিণত,
তবে তাকে কি বলে ডাকবে তুমি?
কথিত আছে
এক নারী তার প্রেমিকের কাছ থেকে
শরীর ভর্তি আঙুলের ছাপ নিয়েই
স্বেচ্ছায় ডুবে যায় অবসন্ন জলে,
আর তাকে ভ্রম ভেবে কৃষক ফিরে যায় ঘরে।
কিভাবে মেলাবে তুমি মানুষ এবং জলের স্পর্শ?