বিন্দু বিন্দু জলের থেকেই সিন্ধু হয়েছে
ব্রহ্মাণ্ডের যা-কিছু নির্মাণ সমস্তই বিন্দু থেকে
তুমি ‘এক’ বলে শুরু করো, দ্যাখো শত শত বছর পেরিয়ে যাচ্ছো
সময়ের যে কোনো জায়গা থেকে এরকম
শুরু করা যায়, কেননা মহাকালের আদি নেই, অন্ত নেই,
ঠিক যেমন তোমার শরীর, বিন্দু বিন্দু খাবার
দিয়ে বাঁচিয়ে রেখেছো, ঠিক যেমন তোমার
বন্ধুদের শরীর, বিন্দু বিন্দু খাবার দিয়ে বাঁচিয়ে রেখেছো,
বন্ধু মানেই তো পরিবেশ
পরিবেশের গোড়ায় রোজ বিন্দু বিন্দু করে
জল দেওয়া চাই, তবেই উড়বে রেণু, বাতাসে