কবিতায় নীল নক্ষত্র

তৃষ্ণা
তুমি এলে বৃষ্টি নামে
বৃষ্টি নামে তুমি এলে।
বৃষ্টি নামে গাছের পাতায়
বৃষ্টি নামে ঘাসের ডগায়,
ঝমঝমিয়ে বৃষ্টি নামে
ইলশেগুঁড়ি বৃষ্টি নামে।
তুমি এলে বৃষ্টি নামে
বৃষ্টি নামে তুমি এলে।
বৃষ্টি নামে দিনের আলোয়,
বৃষ্টি নামে মাঝের রাতে
অন্ধকারে….
বৃষ্টি নামে পোড়ামাটির ভাঁজে
বৃষ্টি নামে প্রজাপতির রঙিন ডানায়।
তুমি এলে বৃষ্টি নামে
বৃষ্টি নামে তুমি এলে।
বৃষ্টি নামে বুকের মাঝে
লুকিয়ে থাকা চাতক পাখির
শুকনো ঠোঁটে,
বৃষ্টি নামে আমার না-বলা সব
কথা যত’র মাঝখানে।
বৃষ্টি নামে চোখের পাতায়
বৃষ্টি নামে হিয়ার মাঝে।
তুমি এলে বৃষ্টি নামে
বৃষ্টি নামে তুমি এলে।