সপ্তপদী কবিতায় নীল নক্ষত্র

তোমার অশ্রুকণা

তোমার কাছে ,আমার যা কিছু ভালো নয়

সব দু’হাতে উজাড় করে দিলে কেমন হয় ?

আমার ইচ্ছেগুলো পুড়ে ছাই হয়ে গেছে কবে ,

যদি নিতে চাও আমি দিয়ে যাবো তবে ।

মেহফিল ঘরে পড়ে আছে ,তার ছেঁড়া বীণা,

নেড়েচেড়ে দেখো, ছেঁড়া তার জোড়া লাগে কিনা ?

শেষ বিকেলে আমার নয়ন চুমে, তোমার অশ্রুকণা।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।