১
কলকাতার রাস্তায় ইতিউতি
জমে রয়েছে জল।
কাদা ডিঙিয়ে সাবধানে
চলাফেরা কর।
ভালো কথা, আজকাল হিমহিম ভোরবেলা
আচমকা ঘুম ভেঙে উঠে
পড়ে বন্ধুদের সঙ্গে নিয়ে
ক্রিকেট খেল কি?
২
ভীষণ জোরে বৃষ্টি পড়ছে।
চশমার কাঁচ একদম
ঝাপসা হয়ে গেছে।
ছাতা-টাতা লাগবে না কোনো কাজে
আর।
আহ্ , ওটা কী?
কদমফুল। পায়ের চাপে চেপ্টে গেছে।
কেমন নির্মম হে?
কাদার মধ্যে পড়ে থাকা
মরা ইঁদুরটাকে পাড়াতেই
হবে?
৩
সিগারেট জ্বালালি বুঝি?
এই যা বৃষ্টি পড়ছে
এর ভিতর
ভিজে-পুড়ে একসা হবি?
বৃষ্টি নাকি পাগল কোনো ঝোরা?
আচ্ছা, আমাদের পাগল হতে
বাধা আছে কি কোনো?