অণুগল্পে নীল নক্ষত্র

প্রেম
বৃষ্টি ভেজা রাতে একটানা টুপটাপ শব্দ। মেঘেদের আড়াল এড়িয়ে একফালি চাঁদ ছুঁয়ে থাকে খোলা জানালায় নিজেকে ভাসিয়ে।
আমি অপলক দৃষ্টিতে চেয়ে থাকি মায়াবী রাতের দিকে , কান পেতে থাকি সারাক্ষণ যদি তুমি ডাকো কখনো আমার নাম ধরে। ঝলমল করে ওঠে আমার পৃথিবী , টের পাই আমি মাঝরাতে ।
আজ এই বৃষ্টি ভেজা রাতে ভালোলাগার কথা জানে শুধু মন , অলিন্দে অলিন্দে
ঘুরে বেড়ায় সারাক্ষণ তোমাকে দেখবে বলে,
যখন যেদিকে তাকায় তখন।
হারিয়ে যেতে যেতে খুঁজে পাই নিজেকে । অদেখা বন্ধু তুমি আমার। নিদ্রাহীন রাতের এক একটি প্রহর কেটে যায়,রোজ যেমন করে কাটে সকলের অজান্তে। শুধু আঁখি খুঁজে ফেরে তোমারে, শুধু তোমারে।
বলেছি নিজেকে বারেবার, এই না পাওয়ায় মাঝে অসীম ধন কে নিজের করে পাওয়া সে কি পাওয়া নয়? এর জন্যে হাজার বছর ধরে হেঁটে যেতে রাজি আছি আমি। তুমি তো পেয়ে গেছো অনায়াসে সব কিছু তোমার কবিতার পাতায় পাতায়।
জানো তূমি সে কথা? তবে আজ কেন এই বিষাদের ছায়া তোমার কাননে? সুরভিত বাতাসে তোমার আমার ভালোলাগার না-বলা সব কথা একদিন কবিতা হয়ে উঠুক তোমারই ফুলবনে ।
চেয়ে দেখো এই বৃষ্টি ভেজা রাতে একটি রজনীগন্ধা এখনো জেগে আছে নীরবে,নিভৃতে। রাত শেষ হয়ে এলে মনে হতে পারে এ কি স্বপ্ন না সত্য ?
আমি বলি সত্য সকলই বিমল, সকলই শোভন তাই এ সুন্দর। আর যা সুন্দর
তার-ই নাম প্রেম।।