T3 || কালির আঁচড় পাতা ভরে, কালী মেয়ে এলো ঘরে || লিখেছেন নীল নক্ষত্র

তারা খসে পড়া রাতে
তারা খসে পড়া রাতে দেখেছো কি দেওয়ালীর রাতের মূর্চ্ছনা?
অসংখ্য ঝিঁ ঝিঁ পোকার নিরন্তর প্রেমালাপ এক ফালি চাঁদের আলো বুকে জড়িয়ে।
শিরীষের ডালে মৃদু বাতাস দোলা দিয়ে যায় অন্ধকারের সাথে এক হয়ে মিশে।
এই পৃথিবীতে হারায় না তো কিছু, তবু হারানোর ভয় কেন শেকলে বেঁধে রাখে দুটি চরণ?
গাঢ় হয় অন্ধকার, নীলাভ রশ্মি সাগর তরঙ্গে কানে কানে বলে , এই তো সময় কাছে আয়, কাছে আয়।
সাগর নেয় না তো কখনো কিছু, ফিরিয়ে দিয়ে যায় সবটুকু তার, নিয়েছিল আগে যা কিছু দু’হাত পেতে।
আবার এক নতুন ভোর, ভোরের সূর্য, সাগরের বুকে সীগালের অবিরাম ওড়াউড়ি,
একা একটি ঝিনুক তখনো বালুকাবেলায় একা।
ভেসে যায় তারা খসে পড়া রাতের সেই দেওয়ালীর মূর্চ্ছনা
…..হারায় না তো কিছু তার, শুধু খসে যায় একটি তারা।