খাঁ খাঁ স্টেশন
বহুদিন ট্রেন আসেনা আর
শেডের নীচে অস্থায়ী ক্যাফেটেরিয়া
আমি আর অনামিকা রোজ আসি এখানে
মেঘ এসে কফি দিয়ে যায়, গ্রিলড স্যান্ডুইচ
মেনুচার্টে হার্সে কিসের বদলে ডিজাইনার মাস্ক
বাইরে তখন চায়ের ভাঁড়, বেকারি বিস্কুট
বাইরে তখন হকার পুনর্বাসনের ঝান্ডা
উপেক্ষা করেই সিগনাল দিয়ে যান স্টেশনমাস্টার
মালগাড়ি যাবে, লাইনের পাশ থেকে সরে দাঁড়াবেন।
চুমু ইমিউনিটি বাড়ায় বলে আমি তক্ষুনি…
আর রেলইয়ার্ডের ভাঙা কংক্রিট থেকে মুখ বাড়িয়ে
ক্যামেলিয়ন দেখে যায়, কতটা রং বদলালে
প্রেম অতিমারী হয়ে ওঠে বা মুখ মুখোশ।
এমন দৃশ্যে কালো কোটের নাম মেঘাচ্ছন্নতা
কবিতার নাম নেটফ্লিক্স….