কবিতায় স্বর্ণযুগে নিলয় নন্দী (গুচ্ছ কবিতা)

রংধনু ও বোবা ক্যানভাস

১| লাল

দেখে যাও, কীভাবে আত্মঘাতী হচ্ছি আমি।
এখন বিপ্লব নামে আর কোন মাথাব্যথা নেই।
এখন শুভদিন। কেকের মাথায় লাল চেরী।
আলজিভ লোলুপ লাল। রিংটোন খিদে বা
কণ্ঠনালী চিরে ফোঁটা ফোঁটা প্রকাশ্য ব্রিগেড।
এসবই রঙের আতিশয্য। স্বপ্ন বর্ণহীন।
সব কুপ্রস্তাব সরিয়ে রেখে শিমুলের পাশে এসে দাঁড়াই
পরাগরেণু রাস্তা আর জমাট কালশিটে
এখন অতীত…
নদীতে এসে মেশে লাগামছাড়া রক্তের স্রোত।

২| নীল

যেখানে মায়া বাড়িয়ে লাভ নেই সেখানেই সমুদ্র শেষ
ফেনা ফেনা বিপন্নতার ছায়াযুদ্ধ নীল দ্রোহ বা দিগন্ত
পাখির রঙও নীল, ছোঁ মেরে নিয়ে যায় প্যান্ডেমিক
নুলিয়ার জালে ধরা পড়ে প্রেমিকার জন্মদিন
কেক প্যাস্ট্রি বারবিকিউ বা নীল ওয়াইন
বেলুনে বেলুনে দীর্ঘশ্বাস ভুল রিংটোন
ঠোঁটের দূরত্ব কয়েক ফার্লং
বয়ঃসন্ধি নীল ছবি
অকূলপাথার
তবু কী মায়ায় আকাশের দিকে হেঁটে যায় নীল যুবা

৩| সবুজ

ঘন ম্যানগ্রোভে ফিরে আসি
নদীর পাড় ধরে এগোলে মোহনা
তারপর লোথিয়ান দ্বীপ শ্বাসমূল গরান গেঁওয়া
কাদামাটি গেঁথে গেছে পা, শরীরী পেন্ডুলাম
থমকে যায় হাপিত্যেশ নম্রমুখ জ্যোৎস্না বাগান
বাঘ ডাকে, কুমীর গুটিসুটি চায়
বাকি সব মধুলোভী ছেড়ে চলে গেছে সাঁঝবাতি গ্রাম
সিঁথিতে শ্যাওলা জমে, কামনা প্রসঙ্গ এলে
লোকশ্রুতি মাঠ পেরিয়ে যায় চুল বাঁধা মেয়ে
কামনা ঠিক কতখানি কাম, হিসেব মেলে না
কাঁচা আপেলের বুকে ধারালো ছুরির দাগ
অহং ক্লোরোফিল অনায়াসে ছুঁয়ে যায়
গলা, বুক, আরোকিছু উষ্ণতা রং
শহরের মোড়ে চিরসবুজ বৃদ্ধেরা উদ্ভিন্ন যৌবন চাটে

৪| হলুদ

হলুদ মলাট, ভিতরে আদিগন্ত সর্ষেক্ষেত।
আলপথ ধরে হেঁটে যায় আদম আর ইভ…
কানে হেডফোন দূর কালভার্ট
টিভি সিরিয়াল ঝোলাদুল
তারপর মায়াময় খই
পরাগ বা রেণু অলৌকিক আদর পেয়ে ভুলে যায়
অনাহারী সুদীর্ঘ পথ, ভীতু ঘুণপোকা
ফিরে যাওয়ার অশনিসংকেত
একটি সেতার থেমে গেলে
দুটি নূপুর থেমে গেলে
হলুদ বইয়ের নীচে চাপা পড়ে থাকে কবিতার অভ্যেস

৫| ক্যানভাস

তোমার সাথে একমত হতে পারিনি।
তুমি বৃত্যাংশ ডলে ডলে, দলাংশ ডলে ডলে
সাদা ক্যানভাস জুড়ে প্রলয়নাচন নাচিয়েছো
আমি বোবা প্রেমিক, উড়ে যাওয়া দেখেছি
লাল, নীল, সবুজ, হলুদ
যেন বিজয় উৎসব, পরক্ষণেই বিবর্ণ
তুমি এইসব খুচরো আবেগের ধার ধারো না
বৃষ্টিবিন্দুর মত সাদাকালো যৌনতা ধুয়ে যাচ্ছে
অর্ধেক চেনা বাকিটুকু বোবা ক্যানভাস
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *