|| কালির আঁচড় পাতা ভরে কালী মেয়ে এলো ঘরে || T3 বিশেষ সংখ্যায় নিলয় নন্দী

হ্যালোইন
মোমবাতির আয়ু ফুরিয়ে এলে খুলে বসি ডাকবাক্স
জাদু আংটি, মন্ত্রপূত তাবিজ, এক শালিক সংকেত
আর কিছু গতজন্মের চিঠি, অক্ষর কামনাতাড়িত
ঘন অন্ধকার আমাকে ভাসায়…
বিপন্ন প্রচ্ছদে লিখে রাখি ডুবন্ত আত্মার নাম
কামার্ত আঁচড়, জটাধারী ফুঁ, উলঙ্গ সমুদ্র
ঢালু চর বেয়ে গড়িয়ে যাচ্ছো তুমি
গড়িয়ে যাচ্ছে ষড়যন্ত্র কথা, নিদ্রাহীন সম্পর্কের রাত
লাল ঠোঁট আদিম পুস্তক পটে লেখা প্রেম
কখন যে এক ফুঁয়ে…
অন্ধকার লুঠ করে আমাদের যৌথজীবন
নিরুপায় আলোর বিচ্ছুরণ