মার্গে অনন্য সম্মান নীল মিত্র (সেরার সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
বর্তমান সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ১৩৩
বিষয় – পঁচিশে বৈশাখ
রবি উঠল গগণে
ভোরের সূর্য উঠলো গগনে,
নীল আকাশ রাঙ্গালো যতনে।
তার আলোতে আলোকিত হলাম মোরা সকলে,
শ্রদ্ধা সহিত প্রণাম জানাই কবিকে মননে।
সৌম্য সুন্দর চেহারা, শ্বেত বসন তার পরণে,
প্রেম আর ভালোবাসা ফুটে ওঠে তার গানে।
জাতি ধর্মের সীমা ছাড়িয়ে যায় কবিগুরুর লিখনে,
তাকিয়ে থাকে সারা জগৎ অবাক নয়নে;
তার মিষ্টি মধুর জীবনের গানে।
তার সাথে পাড়ি দি গ্রামের পথে আনমনে,
রাঙ্গামাটির পথ পেড়িয়ে শান্তিনিকেতনে।
গ্রাম বাংলার গান গাই তার সনে,
সাঁওতাল বস্তি পাড় করে পৌঁছে যাই খোঁয়াই নদীর পানে।
তার লেখায় দেখে আসি বিদেশিনী প্রেয়সীরে সাত সাগর পেড়িয়ে,
সবার মনের ভালোবাসা প্রাণ পায় তার গানে।
বাংলার সোঁদামাটির সুবাস আছে যেমন তার গানে,
কৃষ্ণের বাঁশীর সুর শোনা যায় কবির লেখার বাঁধনে।
ধরণী সেজে ওঠে লাল নীল ফুলে তার কল্পনে,
এই অবুঝ মন ইচ্ছেডানা মেলে ভাসে তার মধুর সৃষ্টির সনে।
ধন্য কবি, ধন্য তুমি, থাকো জীবিত তোমার গানে,
তোমার লেখাগুলো স্মৃতি হয়ে থাকবে প্রতিটি মনে।
অনেক কবি আসবে যাবে এই ভূবনে,
কিন্তু সবার কবিগুরু নক্ষত্র হয়ে থাকবে নীল গগনে।
বাঙালির গর্ব তুমি, শ্রদ্ধায় নত হই মোরা তোমার চরণে,
ছোট কবির বন্দনা জেনো তোমার জন্মদিনে।।