কবিতায় নবকুমার মাইতি

পুরুষ
সংসার ও সমাজের কল্যাণে
সতত নিজেকে বিলিয়ে দেয়
যে মানুষ, তার নাম পুরুষ
অপরের অশ্রু মোছাতে যার চোখের
জল শুকিয়ে যায়, তার নাম পুরুষ
প্রেমের পূর্ণতা দিতে গিয়ে যাকে
জীবন বাজি রাখতে হয়, তার নাম পুরুষ
সত্যের প্রতিষ্ঠা দিতে গিয়ে সত্যবদ্ধ
অভিমান নিয়ে সক্রেটিসের মত স্বেচ্ছায় হেমলক বিষের পাত্র
মুখে তুলে নেয়, তার নাম পুরুষ
পাহাড়ি ঝরনার মতো সারা জীবন শুধুই
ঝরে ঝরে নিঃশেষ, নির্বিকার
শ্রান্তিহীন ক্লান্তিহীন অনির্দেশ্য
পথ চলা যে পথিক, তার নাম পুরুষ!!