কবিতায় নবকুমার মাইতি

ক্রান্তিকাল
নিসর্গ ও প্রকৃতির গানে বেজে ওঠে তান
সময়ের ক্রান্তিকালে বেঁচে থাকা অতিব কঠিন
নিরবধিকাল হাতড়ে বেড়াই সময়ের সফেন সাগর
পালানোর পথ নেই,ধর্মান্ধ পশুর ক্ষিপ্র চিৎকার
ধ্বংসের উন্মাদনা নর-নারী পরস্পর সবে
পুড়ে যায় অন্তরাত্মা,মহাফেজখানা তান্ডব উৎসবে
অবিবেকি রাষ্ট্র শক্তি ছলনার শেষ পোতাশ্রয়
বিনাশের তীর ছোঁড়ে লক্ষ্যভেদী সমর-অন্বয়
কলিজার খুন মাখে দেশমাতা অনিন্দ্যসুন্দর
তথাপি বেহুঁশ যারা আবাল্যের স্বপ্ন হারা নীড়
কলঙ্ক সয়েও চাঁদ দান করে স্নিগ্ধ জোছনা
নষ্ট সময় বোধ শৌর্য বীর্য আর সব অলীক দ্যোতনা
কি হবে আজ দেশ ও জাতির নিছক বিপন্ন সময়
সাম্রাজ্যের অধিকারে মূঢ়মতি, যুদ্ধ জয় নিদারুণ বিস্ময়!