কবিতায় নবকুমার মাইতি

রহস্যের অন্তরালে কবির মৃত্যু
কবি জীবনানন্দ দাশকে স্মরণে রেখে
ট্রাম লাইন কি সত্যিই কবির মৃত্যু দিয়েছিল
না কি কবি নিজেই ট্রাম লাইনে মাথা দিয়েছিল
কি অদ্ভুত জীবন দর্শন, কি বেদনাঘন মৃত্যুর রহস্য!
বনলতা, তুমিও পারলে না চির সুন্দরের পূজারী
তোমার প্রিয়তম প্রেমিক পুরুষ কবিকে বাঁচাতে
যে নিরন্তর বাঁচার আশায় ছটফট্ করত, সূচীভেদ্য অন্ধকারের
বুকে খুঁজে ফেরে পরশ পাথর, অশোক পৃথিবী—
সিংহল সমুদ্র থেকে মালয় সাগরে, উজ্জ্বয়িনী থেকে বিদিশা
তন্নিষ্ঠ অনুসন্ধানে নিসর্গের রূপ ও বাণী
যার বর্ণাঢ্য ক্যানভাসে বর্ণময় হয়ে যায়, অন্তরের অনির্বাণ দাহ
চরম দুর্দিনে যে চেয়েছিল দু’দণ্ডের শান্তি ও আশ্রয়
তোমার সুশীতল কোলে, পাহাড় প্রমাণ বাধা, সীমাহীন
লাঞ্ছনায় বাস্তবের দুর্লঙ্ঘ অনিবার্যতার কাছে
জীবনের সফেন সমুদ্র পেরিয়ে পারল না কূলে উঠতে
তলিয়ে গেল নিরুদ্দেশের অতল অন্ধকারে
কবির ভুবন আজ নিঃসঙ্গ, শুধুই মরীচিকা!