কবিতায় নবকুমার মাইতি

কবিতা লেখার আগে
কবিতা লেখার আগে
গঙ্গায় অবগাহন স্নান করে এসো
কবিতা লেখার আগে
জন্মদাত্রী মায়ের চরণ ছুঁয়ে এসো
কবিতা লেখার আগে
বৃক্ষতলে স্তব করে এসো
কবিতা লেখার আগে
নিরন্নকে অন্ন দান করো
কবিতা লেখার আগে
প্রেমিকার হৃদয় ছুঁয়ে এসো
কবিতা লেখার আগে
বেদিমূলে ফুল দিয়ে এসো
কবিতা লেখার আগে
কিষাণীর অশ্রু জলে ভাসো
কবিতা লেখার আগে
নিদ্রাহীন প্রহর জেগে থাকো
কবিতা লেখার আগে
অনন্তের শেকড় ধরে এসো…