T3 || কবিতা দিবস || বিশেষ সংখ্যায় নবকুমার মাইতি

তোমার হাতছানি সম্মোহিত করে
ভালোবাসার তল খুঁজতে গিয়ে
বসে থাকি নিরবধিকাল
সান্ধ্য অবসরে অচেনা কোকিলের কুহুতান
সবুজ বনানী, শাল পিয়াল জারুল
রডোডেনড্রন বোগেনভিলিয়া কাঠমল্লিকা
দার্জিলিংয়ের সুবিস্তৃত চা বাগান
সাঁওতাল রমণীর পাহাড়ি পথের চলনবিভঙ্গে
পাখ- পাখালির সম্মেলক ধ্বনি
মন মধ্যে তড়িৎ আলোড়ন তোলে
সুদীর্ঘ কালের উপোসী মন ক্রমাগত
উতলা হয়ে ওঠে,মহামিলনের গান
বিদ্রোহিনী মানবী, সময়ান্তরে দেবী
শিল্পীর তুলিতে আঁচড় কাটে রাধা- কৃষ্ণ
মিলিত তণু, ক্ষণভঙ্গুর হৃদয়ে জোড়া লাগে
ক্রমাগত পথ চলেছি পৃথিবীর পথে
অনন্ত আলোকবর্ষ ধরে
শেষহীন সুদূর দিগন্ত রেখায়
তোমার হাতছানি আমাকে সম্মোহিত করে ……