T3 || কবিতা দিবস || বিশেষ সংখ্যায় নীল মিত্র

ভালোবাসার ইতিকথা
জবরদস্তি চালাতে চালাতে যখন
একঘেয়েমিতে ভরে ওঠে সম্পর্কগুলো ভালোবাসা বাস্প হয়ে উড়ে যায় তখন।
শুকনো কাঠের মতো হয়ে যায় জীবন,
ধুনো-গুগ্গুলের গন্ধ বেরোয় কখনও কখনও,
পরে থাকা গোলার মাঝে হয় যদি নতুনের আগমন।
নাটমন্দিরের ভিতরে থাকা মূর্তিটা হাসে দেখে
তাদের বাস্প থেকে মেঘ হয়ে যাওয়ার পরিবর্তন,
আজ মাখামাখি ভালোবাসার পরিনতি বড়ই নিদারুণ।
বুকের মাঝে জমলে অভিযোগ অভিমানসম আবর্জনার স্তূপ,
ওষ্ঠ আর চুম্বনের দূরত্ব হয় শত যোজন,
পদ্ম আর শালুকের ধন্দে কেটে যায় সমস্ত জীবন।
ফিরিয়ে আনতে পুরোনো যুগলবন্দী
কখনও কখনও মনের মধ্যে উঁকি মারে ফন্দি,
বহু যুগের চাপা স্তূপের কাছে শেষ অব্দি হার মেনে যায় সকল সন্ধি।
আসলে সব সম্পর্কগুলো ভাষা হারিয়ে ফেলে,
শব্দ গুলো চেনা তবুও বলার সময় দ্বিধা করে।
নিজেকে লুকিয়ে রেখে কথায় কথায় যে হাসে
একবার তাকে কাছে টেনে নিয়ে দেখো কান্নায় ভেঙে পড়বে সে।