কবিতায় নন্দা মুখার্জী

জীবন মানেই সংগ্রাম
ভালোবাসতে শেখো
কোন মানুষকে নয়,
আঁধার, নিঃসঙ্গতা আর একাকীত্বকে
মানুষের মত এরা কখনোই কাউকে
কষ্ট দেয় না।
বরং পরিণত করে কিভাবে এই বন্ধুর
পৃথিবীতে কোন বন্ধু কিংবা সঙ্গী ছাড়া
একাকী জীবন সমুদ্র পারি দিতে পারবে ।
তৈরি থেকো হঠাৎ আসা কালবৈশাখী
ঝড়ের সাথে মোকাবেলা করার জন্য।
বড় বড় বৃক্ষরাজি কি অসীম ধৈর্য সহকারে
নিজেদের অস্তিত্ব লড়াইয়ে মোকাবেলা করে।
জীবনের রেললাইনে যাত্রী হিসাবে যাকেই পাও না কেন
মনে রাখতেই হবে সে থাকবে কিছুক্ষণ
বাকি পথটা তোমাকে একাই পারি দিতে হবে।
টিকে থাকার লড়াইয়ে বাড়াতে হবে সকলের আগে মনোবল।
সংগ্রামটা একার, লড়তে হবেও একা।