কবিতায় বলরুমে নীল মিত্র

ভালোবাসার কবিতা
একলা জীবন ভালো হয় শুনে ছিলাম আমি বন্ধু,
প্রেম করে পড়লাম জ্বালায়, পার করতে হয় এখন বিশাল সময় সিন্ধু।
একলা আমি ভালোই ছিলাম নিজের জগতে বেশ,
তোকে ভালোবাসতে গিয়ে বদলে গেছে মনের পরিবেশ ।
ভালো আছিস কি না জানতে চাই এখন আমি রোজ,
বুকটা ধরফর করে আমার না পেলে যে তোর খোঁজ।
আদর করে ডাকি তোকে হৃদয়ের সোনা পাখি,
হৃদ পিঞ্জরে বসত তোর, থাকিস প্রেমে মাখামাখি।
সকাল, দুপুর, রাতে করি তোকেই ডাকাডাকি,
বুঝেও তুই কেন লুকিয়ে থাকিস দিয়ে আমায় ফাঁকি?
কি মজা পাস তুই বল এভাবে আমায় জ্বালিয়ে?
শত ব্যাস্ততার মাঝে ও আমায় শান্ত রাখিস তোর খবর জানিয়ে।
ভালো থাকিস, সুখে থাকিস, এটাই মনের আশ,
তুই আমায় ভালোবাসিস এটাই আমার বিশ্বাস।