গুচ্ছ কবিতায় নবকুমার মাইতি

প্রেমের আবাসভূমি
আকৈশোর প্রেমের অর্থ খুঁজতে গিয়ে
গন্ডা কয়েক অভিধান গুলে খেয়েছি
নিজের হৃৎপিণ্ডে আলপিন ফুটিয়ে দেখেছি
ফিনকি দিয়ে রক্ত গড়িয়ে পড়েছে
ক্ষারীয়, শিরায় শিরায় বিদ্যুৎ শিহরণ
মেঘনার মাঝি বলেছিল-প্রেম পিরিতি বড় কঠিন বিষয়
বাতাসিবৌদি বলেছিল- ওর স্থান হৃদয় কন্দরে
ঠাকুমা বলেছিল- ছোঁড়া, ও তোরা বুঝবি না
ও পাড়ার বোষ্টমী বলেছিল- সবই শরীর দাদাভাই
এক বাউল বলেছিল- সাধনায় মেলে প্রেম
আবিশ্ব তোলপাড় করে যখন জানলাম
কেউ কারুর নয়, সবই বিমূর্ত মায়া
ক্ষনিকের বিভঙ্গে নিছক পথ চলা
নিদারুণ অনুশোচনায় পোড়ে দেহ মন…
শীতের সকাল জুড়ে
আকাশে আজও তোমার উজ্জ্বল উপস্থিতি
আমার অন্তরে ছায়া ফেলে
পারিনা মায়ার বাঁধন কাটাতে
শীতের সকাল জুড়ে মিষ্টি রোদের ওম
লাবণ্যভরা তোমার দেহের সুঘ্রাণ
দিঘীজলে শাপলার ফুল
চির মিলনের স্বপ্ন দেখিয়ে যায়
জীবন- মৃত্যুর সন্ধিক্ষণে আমি
ভূমি ও ভূমার সৈকতে আঁকছি শান্তিজল
নদীর ওপারে টিলায় আকীর্ণ সন্ধ্যা
নীলাকাশে দিগন্তরেখায় উড়ে চলেছে কবুতর
মোহ মুগ্ধ মিলন পিয়াসি দুটি মন…