কবিতায় নবকুমার মাইতি

শুধু তোমার কথা ভেবে
অস্তাচলগামী সূর্যের দিকে এগিয়ে যেতে যেতে
দিগন্তের লাল আলো ক্রমশ ধূসর হয়ে
যখন অদ্ভুত এক প্রশান্তি নেমে আসছে
আনুভূমিক বহু যোজন দূরত্ব অতিক্রম করে গেছি
শুধু তোমার কথা ভেবে, স্রোতস্বিনী
জীবনের অগুন্তি চড়াই উৎরাই, গিরিখাত জলপ্রপাত
সীমাহীন বিষাদ সিন্ধুতে ভাসতে ভাসতে
নিজেকে নিঃস্বতর মনে হয়, কনে দেখা মায়াবী আলোয়
আজও নিশ্চল দাঁড়িয়ে থাকি অনিকেত বোধের মায়ায়
অনন্ত বিস্তৃত অন্ধকার রাশির মধ্যে
জীবনের রহস্যঘন অনুভূতি, প্রাপ্তির পরম স্পর্শ
দিগন্ত জুড়ে ছড়িয়ে আছে লাল কুসুম আভা
মানব মনের উচ্ছ্বাস, অযাচিত এই সম্মোহন
ভরন্ত যৌবনা নদী যেমন ফুঁসে ওঠে জোয়ারের টানে
তোমার নিটোল রূপ মাধুরী আমাকে অন্তরঙ্গ আলিঙ্গন দিয়ে যায়
বেলা শেষের সোনালী রোদের হিমেল হাওয়া ঝিরি ঝিরি বয়
অন্তরে জেলে দেয় প্রেমের অনির্বাণ দীপশিখা
পরম বাঞ্ছিত মায়ায় কুড়িয়ে নিই জোৎস্নার কুচি
আনন্দের নদী শাখা প্রশাখায় কুলুকুলু বয়ে যায়
আর আমরা দু’জন পথ চলি মিথুন মুগ্ধতায়!