কবিতায় নবকুমার মাইতি

স্বৈরাচারী ইচ্ছেরা
ক্রমাগত কুরে কুরে খায় জৈবিক রসদ
রক্ত খেকো দানব, অটল সন্ত্রাস
ঘুনধরা সমাজ শরীরে পচন ধরেছে
মুখ থেকে রক্তবমি হয় যক্ষা-কাশ!
কত আর জোড়া তালি দেবে, আগত সময়
বাঁকে বাঁকে মন্দাক্রান্তা ফল্গুধারা বয়
খরা বন্যা মহামারী জনতার বিপুল উল্লাস
শ্বাস-রোধী মহানগরীর পথ, বিপন্ন সময়
আমাদের প্রিয়জন নর-নারী বিষম-সঙ্গম
দূষণ সর্বত্র, জল স্থল অন্তরীক্ষ অনন্য উপায়
জল পড়ে অন্ধের চোখে,বেদনার বহ্নি শিখা বয়
তথাপি অন্ধের মত গণতন্ত্র হাতড়ে বেড়ায়
নিস্তার পায়না উন্মাদিনী, গর্ভে তার অবৈধ জাতক
নামাবলী গায়ে দিয়ে পথ চলে মন্ত্রী মহোদয়
মুক্তির উল্লাসে কাঁধে কারাগার, মৃত সক্রেটিস
নিভৃতে বন্দী বিচারের বাণী, সত্যের অপচয়!