T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় নীল মিত্র

বাংলা আমার মনে
এপার বাংলা ওপার বাংলা; তফাৎ নেই তো কোনো,
একই আকাশ, একই বাতাস,
সবার মনের একই তো আশ।
মাটির ওপর রেখা কেটেছে ওরা,
বুকের ভিতর একই তো নি:শ্বাস।
এপারে গঙ্গা; ওপারে পদ্মার বাস,
দুই জলেতে তো একই উচ্ছ্বাস।
কাগজের নৌকা বানায় বাচ্চারা বেশ,
যার যে পাড়েই হোক না বাস।
বৃষ্টিতে যখন মাটি ভেজে; সোঁদা গন্ধ ভাসে,
দুই পাড়েতেই ছড়ায় সে যে মিষ্টি সুবাস।
ধেণু নিয়ে গাঁয়ের ছেলে মাঠেতে যায় যখন,
দুই পাড়েতেই মা এর অপেক্ষার হয় না তো শেষ।
নতুন বৌ সিঁদুর পড়ে করে প্রিয়তমর অপেক্ষা বেশ,
এপার হোক বা ওপার; চোখে থাকে একই উদাসীনতার রেশ।
দোয়েল কোয়েল বুলবুলির ডাকে,
মুখরিত হয় দুই পাড়ের-ই আকাশ বাতাস।
ধান পাকে যখন দুই বাংলাতেই ছড়ায় সোনার আভাস,
চাষার ঘরে মাদোল বাজে; নতুনের পূর্বাভাস।
সন্ধ্যে বেলায় শঙ্খ ধ্বনি লাগে শুনতে বেশ,
এপার ওপার দুই পাড়েতেই হয় যে রাতের আভাস।
সীমারেখায় ভাগ হয়নি মাতৃভাষা আর হৃদয়ের ভালোবাসা,
দুই বাংলা একই আছে; এটা দুই দিকের মানুষের বিশ্বাস।।