কবিতায় নবকুমার মাইতি

উন্নত শির
যে কারুর কাছে আমি মাথা নোয়াবার
মানুষ না,উদাসীন বসে থাকি সুরের মায়ায়
কখনো বা মোৎজার্ট,কখনো বিটোভেন
চলার পথে এক একটা সময়
ভয়ংকর ঝড় বয়ে গেছে,প্রপাত
যন্ত্রণায় কুঁকড়ে গেছি নিপাট
তাই বলে মাথা নোয়াবার পাত্র নই
উন্নত শির মানুষকে সহজে
খাচায় বন্দি করা যায় না
কি সমাজে, কি রাষ্ট্র কাঠামোয়
কুচক্রী সময়ের আবর্তে একাকী
শান্ত সরল বলে ক্লীব নই
যে সবকিছু সহজে মেনে নেবো
সহ্যেরও একটা সীমারেখা থাকে
বিশ্বাসঘাতক বাতাস দাপিয়ে চলে যায়
নদীর ওপারে ধ্বংসের ক্রুর হাসি হেসে
অদূরে সন্ধ্যা নামে দিকচক্রবালে।