T3 || স্তুতি || শারদ বিশেষ সংখ্যায় নবকুমার মাইতি

গান পথিক পবিত্রদা
পবিত্রদা,তুমি সেই গান পথিক
তোমার গানের সুর ছিল,ছিল মায়াবী টান,ছিল জীবন বোধ
আকৈশোর তোমার সঙ্গীতের সুর মূর্ছনা
আমাদের নিয়ে যেত কোন্ সে অচিনপুরে
হৃদয় মন্দিরে যার নিত্য আসা যাওয়া
যার ছোঁয়ায় উজ্জীবিত হোত মানব মানবীর পবিত্র ভালোবাসা
সময়ের ফেরে আজ তুমি গান ভিখিরি
প্ল্যাটফর্মের রক তোমার সাধন তীর্থ
স্টেশন যাত্রী তোমার সঙ্গীতের শ্রোতা এবং দেবতা!
কী দুর্বিসহ জীবন যন্ত্রণা,নিয়তির কি নির্মম পরিহাস
সংসার খেলাঘরে তুমি আজ হাতের পুতুল
জীবন যন্ত্রণার সবগুলো প্রকোষ্ঠইকি আজ কানায় কানায়
ভর্তি হয়ে গেছে তোমার সুমধুর সংগীতে, পবিত্রদা
তোমার দুঃখের কাছে দধীচির আত্মত্যাগ নিতান্তই ম্রিয়মাণ!
এ তোমার কোন রূপ পবিত্রদা, মানবিক না স্বর্গীয়
প্ল্যাটফর্মের রকে বসে অনায়াসে বিলিয়ে দিচ্ছ
সুরের সরগম- ইমন ভৈরব তোড়ি খাম্বাজ,আর সব
অনিন্দ্যসুন্দর সেই বাণী,অপাপবিদ্ধ মোহন মুগ্ধতা
যেন স্বর্গের নন্দন কাননে সাধনায় উপবিষ্ট ঋষি তাপস
তোমার শোক ও শুচিতা ঊষর ভূমিকে করে শস্য শ্যামলা
পথচারী মানুষের হৃদয় কন্দরে মুগ্ধবোধের ছায়া
চোখের জল কখন গড়িয়ে পড়েছে গন্ড বেয়ে
বিষাদ সিন্ধুর উত্তোরোল ঢেউয়ে,তা তুমি ভাবোনি
অপরিসীম অভাব তোমাকে ভাবতে দেয়নি
দুঃখ অনুশোচনার আগুনে পুড়ে তুমি আজ নিখাদ
অভাব জীবনের বড় শিক্ষক,সময় সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়
শিল্পী সাহিত্যিক দার্শনিক আমরা তার দাস
সত্যিই তুমি পবিত্র,তুমি শিল্পী,তোমাকে জানাই হাজারো কুর্নিশ!