কবিতায় নবকুমার মাইতি

ভালো যদি বেসেই থাকো
ভালো যদি বেসেই থাকো
তবে এত দ্বিধা কেন, কেন বা কম্পিত অধর ?
অভিমান? সেতো অঙ্গের বহুমূল্য ভূষণ
চাঁদেও কলঙ্ক থাকে, অকলঙ্ক চাঁদ কোথাও কি আছে? জীবন পথের পরিক্রমায়
তোমার প্রত্যাখ্যানের পরিধি জুড়ে
শুধুই অস্তিত্বের সঙ্গম, অদৃশ্য সুতোয় টান পড়ে
শহরের অন্তিম বাঁকে উদাসীন তুমি
একা একা হেঁটে গেলে পেশা ও পুণ্যের খোঁজে
তা আজও অনাবিষ্কৃত থেকে গেল আমার
জীবন অভিধানের বর্ণাঢ্য পাতায়
নৈকট্যের অবহেলা সকরুণ করে তোলে
প্রেমডোরে বাঁধ যারে ফিরে যায় সেই বারে বারে
প্রজ্ঞালোকে থেকে যায় বিস্মৃতির জৈবিক ফসিল
তুমিও জানতে না স্তব্ধতাই চিনেছিল আলোকিত
কুহকের দিন, না কেবল না জানার অছিলায়
নিঃশর্ত প্রত্যাখ্যান, অতীতের স্মৃতি জুড়ে কত গ্লানি
প্রতিশ্রুতি ভঙ্গের অগনন সমাচার….
কেন আঁচল দিয়ে মোছাতে চাও বেদনাশ্রু
গরবিনী হতে লজ্জা কিসের
সুভাসিত জল সিঞ্চনে শুদ্ধ কর হোমাগ্নি বলয়
দুঃখ দেবে দাও, আরো দুঃখ , তুমিতো আনন্দস্বরুপিনী
চাঁদআর চকোরির মিলন, সে তো নৈসর্গিক
তোমার পরিধি জুড়ে জ্বলে উঠুক বৈদিক আলো
সভ্যতার সূচীমুখ অন্ধকারে খুঁজে নেব পরশ মানিক
আমার জীবন ইতিহাসের শেষ পাতাগুলি
অনিঃশেষ শোক আর দুঃখে ভরে যাক
তুমি শুধু বর্ষার মেঘ হয়ে ঝরো
আমার হৃদয় রূপ তীক্ষ্ণ মরুভূমির দেশে
ওটাই হবে সৃজনের শেষ সম্বল!