T3 || শ্যামা আমার || দীপাঞ্জলী সংখ্যায় নবকুমার মাইতি

প্রজ্ঞাদীপ জ্বালো
দীপাবলীর পুণ্য লগ্নে হিংসা বিভেদ ভোলো
কালীমা কলুষ সংহার করে প্রজ্ঞাদীপ জ্বালো ।
করালবদনী তিমির নাশিনী গ্যানজ্যোতি ভবানী
মর্তমানবে দেখাইলে পথ জ্যোতির্ময়ী ব্রহ্মাণী।
মৃন্ময়ী রূপে চিন্ময়ী তুমি বিশ্বভুবন পালিকা
অসিব নাসে শিব প্রকাশে মুন্ডমালি কপালিকা।
কল্যাণকর কল্যাণময়ী বরাভয় দাও ধরিত্রীরে
শ্যাম ও শ্যামা একই মন্ত্রে পূজীবো সত্য সুন্দরে।
নাও কোলে তুলে মুছাও অশ্রু ব্রহ্মময়ী শিবানী
ব্রহ্মপদ আশায় কাঁদিছে তুমি যে প্রসাদ জননী!