কবিতায় নবকুমার মাইতি

আমরা পথ চলছি
ভুলতে চেয়েও ভুলে থাকতে পারিনা
অজস্র চিন্তা রাশি ক্রমশ কুরে কুরে খায়
সত্তার ঘরবাড়ি, জৈবিক অনুষঙ্গ
তবুও ভোলা যায় না সেদিনের সেই মুখ
বিকেলের মায়াবী নরম আলোয় দেখা মুখ
বিন্যস্ত কেশরাশি, হরিণ চোখের চাহনি
পলকহীন আমার দৃষ্টি অজান্তে চলে যায়
দিগন্ত রেখায়, অনন্ত অনুভবে দৃশ্যমান হয়
তোমার চপল পায়ের ছন্দ, নুপুর নিক্কন
আশমানী শাড়ির ভাঁজ, স্লিভলেস অন্তর্বাস
আকাশ গঙ্গার পানে উদ্দাম বয়ে চলা নদী
সারি সারি ঝাউবন, বলাকার পাখায় উদাসী হিন্দোল
অদূরে পাহাড়ী টিলায় অস্তাচলে দিনের সূর্য
অভিকর্ষ অনুভব, বড্ড মায়াময় আমাদের মিথুন মুগ্ধতা
আমরা পথ চলছি শান্তিনিকেতনের দিকে…