কবিতায় নবকুমার মাইতি

সেই চাঁদ
কানাগলির অন্ধকারে আলো জ্বেলেছিল যে চাঁদ
সময়ান্তরে যুবতী বেশ্যার ঘরে উঁকি মারে সেই চাঁদ
উজ্জীবিত করে প্রেমিকের সফল সঙ্গম
সেই বাঁকা চাঁদ দেখায় দিশার আলো
ঘাই মেরে যায় হামলাক জলে
যা দেখে মানুষ অন্তর্গত অনিঃশেষ দুঃখ ভোলে
সদ্য প্রসূতির জানালায় উঁকি দেয় যে চাঁদ
নবজাতকের ভালে এঁকে দেয় বৈরাগ্যের তিলক চন্দন
অনন্ত উজ্জ্বল পরমায়ু, বড়ই রমনীয়
সেই চাঁদইতো ইসলামী সাওয়াল মাসে
পবিত্র রমজানের ‘চাঁদ রাত মোবারক’
হৃদয় বিনায় বাজে বসন্ত বাহার
আমাদের ধর্ম -মনুষ্যত্ব, শান্তি মৈত্রী ক্ষমা
রাম-রহিম, রেবা-রাবেয়া একই বিশ্ব পিতার সন্তান
আমাদের দেহে বইছে একই লাল শোনিত
কোরান পুরান বেদ বাইবেল গ্রন্থসাহেব
অনাদি অনন্তকালের মহা প্রেমগাথা
ক্ষুধাতুরে অন্নদান, তৃষ্ণাতুর্কে জল,
তার মর্মবাণী
ভালোবাসা, সে কেবল প্রেমের কাঙাল!