কবিতায় নবকুমার মাইতি

নিবৃত্তি চেতনায় জাগে
প্রয়োজনে ভুলে থাকতে হয় কিছু বিষয় সম্পদ
আশ্রমিক পরিবেশে ঔদার্যের পাঠ শেখাতেন মা
অনিষ্টকারী ফলস্টাফ, ইয়াগো ওরাও ভিড় করে থাকে
জঞ্জাল খোঁড়া আমাদের চিরন্তন প্রবৃত্তি না
আশৈশব কিছু পাঠ নিতে শিখেছি, মানবিক মুখ
চরমভীতির মধ্যে উৎসবের সানাই
পঞ্চবটিতে ভোরের আলোয় পাখির কলতান
ফুলের সৌরভে মধুলোভী প্রজাপতি
প্রসারিত দিগন্তে বাতাসের অকৃপণ বয়ে যাওয়া
নদীর চলমানতার মাঝে পলি কামড়ে ধরা
বৃষ্টির মুশলধারায় বীজের অঙ্কুরোদ্গম
জড় ও জীবনের রসময় মিলন সঙ্গম
গৃহে বসতি গড়ে অন্তরে সন্ন্যাস
নিগুঢ় সত্যের পথে অনন্ত ভ্রমণ…