কবিতায় নবকুমার মাইতি

কথা দিয়েছিল
নয়নতারা কথা দিয়েছিল
ভাবি জীবন জুড়ে বাজাবে পায়ের নুপুর
অনন্য ছন্দে,যার সুরে বেজে উঠবে
মাটির মৃদঙ্গ,মন্ত্রমুগ্ধ আমি শুনে যাব
রিনিকি ঝিনিকি,স্বর্গীয় অনুরণণ….
সুনীল আকাশে ভেসে যাবে বলাকার সারি
শিলাবতীর জলে ভাসবে পড়ন্ত সূর্যের আলো
রূপের মাঝে অরূপের ভাব সম্মিলন
কেবল ভালোবেসে তার দরজায় ঘুরে বেড়িয়েছি
একটা সময়,দিবস-রাত্রি,অনন্ত আলোকবর্ষ ধরে
পথ ভিখিরীর মতো অকপট পথ চলা
বোধ করি ভাল লাগেনি, প্রত্যাখ্যাত হয়েছি
বুকের ভেতর অচেনা অরণ্যে কাপন লাগে
তোলপাড় করে হৃৎপিন্ডের অলিন্দ নিলয়
গোধূলির মায়াবী আলোয় তার চলে যাওয়ার
অনুপম উপলব্ধি,আমার দু’চোখে অশ্রুবান
সংগোপনে অমরত্ব চেয়েছিলাম,বুঝি নিরেট বোকা
আজ বড্ড অসহায়,উদাসপারা তাকিয়ে থাকি দিকচক্রবালে
সে যদি চলেই যায়,কী হবে অমরত্ব নিয়ে?
নৈসর্গিক আহ্বানে মায়াবী দৃষ্টি মেলে দেখি
দিগন্তের সূর্যোদয়,দুরন্ত বালকের নদী জলে উল্লম্ফন
দু’ধারে ঝাউ পাইন বার্চ শাল সেগুনের সমারোহ
অদৃশ্য ইথার তরঙ্গে কে যেন বলে যায়
ভালোলাগা ভালোবাসা নয়!!