কবিতায় নবকুমার মাইতি

কথা ছিল সেদিন
কথা ছিল দেখা হবে বন পলাশের মাঠে
চারিদিকে হরিত খেত, সরষে ফুলের বাগান
মেহেদী পাতার রঙে রাঙাবো বিকেল
সংসারের প্রাত্যহিক কিছু চাওয়া পাওয়া
ছোটখাটো ঘর গেরস্থালি, অনাবিল মুহূর্ত
অলক্ষে হাওয়ায় ভাসে রাধার নূপুর
কদম্বের সাথে বাজে বাঁশি সুমধুর
ভৈরবী খাম্বাজ তোড়ি ইমনকল্যাণ ইত্যাদি…….
সময়ের সরণীতে অভিমানে ভেঙে যায় হৃদি
প্রেমবিরহীনি রাধার অজন্ম ভাব সম্মোহন
পোড়া চৈত্রের ঠাঠা মাঠ, খাঁখাঁ শূন্যতা
সর্বত্র শুধুই অনন্ত স্মৃতির বিমোহন
ব্রজ ছেড়ে চলে যায় শ্যাম
অঝোর ধারায় কাঁদে বিনোদিনী রাই
দেহ মন বিষিয়ে ওঠে, আক্ষেপানুরাগ
” কে আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজে নাই গো……….”
আবিশ্বব্রহ্মাণ্ডে কথা দেয় সকলেই
কিন্তু কেউ কথা রাখে না
রাখতে চায় ও না, কালপ্রবাহে
কি মানব, কি দেবতা !!