কবিতায় নবকুমার মাইতি

এ বড় সুসময় নয়
কোন বিজ্ঞাপনী চমক না; স্লোগান, তাও না
নিছক ভালবাসার বার্তাও না
আলোকিত অনুভবের ভিতর গাঢ় অন্ধকার
সমাজের রন্ধ্র-পথে ঘুন পোকা, অনুভবী মন
রাশি রাশি উই ঢিবি বল্মীক শরীরে
নির্মল প্রভাতকাল আসবে কি ফিরে!
অনন্ত দ্রাঘিমা জুড়ে খান্ডব দাহন
আত্মগ্লানি কুরে খায় রাজন্ন-হৃদয়
বোধ আর বোধির সঙ্গম বুঝি অলিক স্বপন
জিঘাংশায় উন্মত্ত মেদিনী ঘোরে চোখের তারায়
কোথায় গোলাপ বাগ, মেহগনি শিল্প সুষমা
কচি শিশুর আনন্দ কোলাহল? বর্ষন হীন নিষ্ফলা মাঠ
সুরম্য অট্টালিকার নিচে বাস্তু ঘুঘুর বাসা
এ বড় সুসময় নয়, মহা ক্রান্তিকাল, আকাল
জীবন সায়াহ্নে কলিজার ক্ষত নিয়ে বসে আছি
কবে আসবে অনন্ত পথের ডাক, অতলান্ত সময়
চারিদিকে অনাবিল পাপ আর স্মরণীয় অন্ধকার
অনাগত ভবিষ্যতের কাছে কৈফিয়ৎ কি দেব?