কবিতায় নবকুমার মাইতি

ঈশ্বরের প্রতিনিধি
ঔদার্যই ভালোবাসার সর্বোত্তম অভিজ্ঞান
অনন্তকাল আকাশগঙ্গায় চলে জলকেলি
ডুবসাঁতারে আমাদের মুগ্ধ ভালোবাসা
নিবিড় আকর্ষণে মহাজাগতিক সত্যের সন্ধান
মোহন মুগ্ধতায় অনির্দেশ পথচলা
প্রেমের প্রমুগ্ধ আহ্বানে সাড়া দিয়ে
গাছ পাথর নদী সরোবর যে যার কক্ষপথে
ঘুরে চলেছে এই ব্যস্ত জনপদে
নাগরিক সভ্যতার ভিড়ে, সমর্পিতা পৃথিবী,
কেউ দেয় ছায়া, কেউ তৃষ্ণার জল,
কেউ মাধুর্যের গোলাপ, কেউ আশ্রয়স্থল
আসলে প্রেম হল সেই পরশ পাথর
যার চৌম্বক স্পর্শে লৌহ স্বর্ণ হয়ে যায়
দস্যু হয়ে যায় পরম ধার্মিক
বুকের অলিন্দে জমা হয় পূর্ণতা
সহিষ্ণুতা, পরম উপলব্ধি, সুনিবিড় প্রত্যয়
সত্যের প্রোজ্বল শিখায় স্বীকৃতি পায়
পিতৃপরিচয়হীন জাবাল সত্যকাম
যার হৃদয় আকাশ নির্মল নির্ভার
কালান্তরে হয়ে ওঠে ঈশ্বরের প্রতিনিধি।