ক্যাফে টক

ভেঙে পড়ার কোনো কারণ নেই, হতাশার কোনো জায়গা নেই। এখানে প্রতিমুহূর্তে কেউ কাউকে ঠকাবে, কেউ কারো বিশ্বাস ভাঙবে , যাকে কাছের ভাববে সে অবহেলা করবে। যাকে বন্ধু ভাববে সে তার স্বার্থ সিদ্ধি হলেই কেমন অচেনা হয়ে যেতে থাকবে। হঠাৎ করেই মনে হবে যে মানুষ গুলো এক সময় তোমাকে নিয়ে মাতামাতি করতো, মাথায় তুলে নাচতো আজ তাদের কাছে কেমন গুরুত্ব হীন হয়ে গেছো। জীবনটা কেমন শূন্য শূন্য মনে হবে, সত্যিকারের সর্বহারা মনে হবে , মনে হবে এসব আমার সাথেই কেনো হয় , মনে হবে মরে যাই না কেনো, এমন আরও কত কি।
আসলে এই সব ঘটনা গুলো আমরাও ঘটাই, আমরাও কারো কারো সাথে এমন ব্যাবহার করে বেমালুম ভুলে যাই। নিজেরা এগোতে থাকি, একটা গতি ধরে নিই, আর ক্রমশঃ আমাদের থেকে ছিটকে ছিটকে পিছিয়ে পড়তে থাকে বেশ কিছু মানুষ কিন্তু তখন আমাদের ফিরে দেখার সময় নেই, এগোতে হবে যে। এগোতে এগোতে একটা সময় দেখা যায় সামনেও কেউ নেই, পেছনেও কেউ নেই শুধুই তুমি একা আর একটা রাস্তা। ইচ্ছা করলে জিরোনা যায়, ইচ্ছা করলেই ফিরে যাওয়া যায়, ইচ্ছা করলেই এগোনো যায় সামনের দিকে।
ভেঙে পড়ার কোনো কারণ নেই, হতাশার কোনোও জায়গা নেই। প্রতিটি সামনের বাঁকে অপেক্ষা করে একটা করে নতুন জীবন। তাই সমস্ত অভাব, অভিযোগ ,শোক , দুঃখ , গ্লানি ঝেড়ে ফেলে এগিয়েই যেতে হয়। কোনো অপরাধ বোধ , কোনো অনুতাপ ও রাখতে নেই । আমরা কেউ কাউকে ঠকাইনি, প্রত্যেকে আমরা সময়ের হাতের পুতুল।
নব কুমার দে